প্রকাশিত:রবিবার, ১ নভেম্ববর ২০২০ইং ।। ১৬ ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১৪ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘ সাত মাসের বেশি সময় বন্ধ থাকার পর রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার ভারতে ফ্লাইট শুরু করবে।
আগামীকাল রবিবার থেকে ঢাকা-কলকাতা নিয়মিত ফ্লাইট চালাবে বিমান। শনিবার বিমানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়েছে।
বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের কলকাতায় ১ নভেম্বর থেকে বিমানের নিয়মিত ফ্লাইট চলবে। ভারতে যাওয়ার পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের। এছাড়া করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে।
করোনার প্রকোপ দেখা দিলে গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’