সরকার চাইলে করোনা পরীক্ষা সম্ভব যবিপ্রবি প্রস্তুত: বিক্রমপুরের কৃতি সন্তান যবিপ্রবি ভিসি ড.আনোয়ার

0
55
সরকার চাইলে করোনা পরীক্ষা সম্ভব যবিপ্রবি প্রস্তুত:বিক্রমপুরের কৃতি সন্তান যবিপ্রবি ভিসি ড.আনোয়ার

প্রকাশিত : বুধবার,১ এপ্রিল ২০২০ ইং ।। ১৮চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :করোনাভাইরাসের পরীক্ষা নিরীক্ষার জন্য প্রস্তুত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার। প্রয়োজনীয় নিজস্ব যন্ত্রপাতি, দক্ষজনবল, ল্যাব আছে। সরকার চাইলে যেকোন মুহূর্তেই সেখানেই পরীক্ষা নিরীক্ষা সম্ভব। এখানে শুধুমাত্র কিট সরবরাহ করলেই সেখানে প্রতিদিন ২’শ রোগীর নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ।

তিনি বলেন, যবিপ্রবি জিনোম সেন্টার আধুনিকমানের। এটি করোনার পরীক্ষা নিরীক্ষা জন্য শতভাগ উপযোগী। ইতোমধ্যে আমি জেলা প্রশাসককে প্রস্তাবনা দিয়েছি। গত ২৫ মার্চ সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্য জিনোম সেন্টার পরির্দশন করেছেন। আমাদের এখানে স্যাম্পল পাঠালেই পরীক্ষা করে দিতে পারবো। আরএনএ, ডিএনএ নিয়ে কাজ করতে কোন সমস্যা নেই। এই ল্যাব্রেটরি উচ্চ ক্ষমতা সম্পন্ন। দক্ষজনবল রয়েছে। এখানে সকল সুযোগ সুবিধা রয়েছে। এটি ব্যবহারে বাড়তি কোন অর্থ কিংবা সময় লাগবে না।

উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন , এই ল্যাবে এক সঙ্গে ১২টি স্যাম্পল অ্যানালাইসিস করতে পারে। সেই হিসেবে বেশি লোক নিয়োগ করে দিনে ২শ’ স্যাম্পল অ্যানালাইসি করা সম্ভব হবে। অথ্যাৎ প্রত্যেক দিন ২’শ রোগীর স্যাম্পল পরীক্ষা করা সম্ভব হবে। আমাদের সক্ষমতার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের অবহিত করেছি।

ড. আনোয়ার হোসেন উল্লেখ করেন , সরকার দেশের বিভিন্ন স্থানে পিসিআর ল্যাব স্থাপন করছে। সেখানকার জনবলের প্রশিক্ষণ দেওয়ার লোক লাগলে আমরা সহযোগিতা করতে পারবো। প্রক্ষিশণ দেওয়ার মত যথেষ্ট দক্ষ জনবল যবিপ্রবিতে আছে। সরকার চাইলে আমাদের কাজে লাগাতে পারবে। যবিপ্রবি সব সময় প্রস্তুত আছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন