সংসদ সদস্য মিতার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

0
20
সংসদ সদস্য মিতার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

প্রকাশিত : বৃহস্পতিবার,১৫ অক্টোবর ২০২০ইং ।। ৩০শে আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৮শে সফর,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : অবৈধ সম্পদ অর্জন, ঠিকাদারদের কাছ থেকে অবৈধ কমিশন আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, সংস্থার প্রধান কার্যালয়ের (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১) সহকারী পরিচালক মো. শফি উল্লাহ ওই সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছেন। দুদকের অনুসন্ধানী টিম এমপি মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখছে। সেগুলোর মধ্যে রয়েছে তার (মিতা) ক্ষমতার অপব্যবহার, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং ১০ থেকে ২০ শতাংশ হারে ঘুষ নিয়ে ঠিকাদার নিয়োগসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।

মাহফুজুর রহমান মিতা ২০০৮ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রথমে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে তিনি পরাজিত হন। পরে ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন। বর্তমানে তিনি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য।

নিউজটি শেয়ার করুন .. ..                   

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন