প্রকাশিত: মঙ্গলবার, ২৩মার্চ ২০২১ইং।। ৯ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ৯ শা’বান ১৪৪২হিজরী
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি :মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাব-১১-এর অভিযানে ২ ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। শবিবার রাতের এ অভিযানে উদ্ধার করা হয়েছে ১ শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
র্যাব জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন উত্তর কামারগাঁও সাকিনস্থ আলামিন বাজার জৈনক শহিদুল ইসলাম (লিটন) এর বন্ধ মুরগীর দোকানের সামনে অভিযান চালায় র্যাব-১১। র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরা হলো শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র মো. ইব্রাহিম খলিল উজ্জ্বল ও একই গ্রামের শেখ আলী আকবরের পুত্র মো. সেন্টু ওরফে শাহ আলম। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাসহ সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে র্যাব জানতে পেরেছে। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে এশটি মামলা রুজু করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।