শ্রীনগরে যথাযথ মর্যাদায় ৫৫তম মহান স্বাধীনতা দিবস পালিত

0
3
শ্রীনগরে যথাযথ মর্যাদায় ৫৫তম মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত : বুধবার ২৬ মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ১২ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ২৫ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে যথাযথ মর্যাদায় ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শ্রীনগর
উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করে।বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পর্যায়ক্রমে শ্রীনগর থানা পুলিশ,

উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ, শ্রীনগর প্রেসক্লাব, শ্রীনগর ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। সূর্য্যরে আলো বারার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে

উপস্থিত হন। পরে শ্রীনগর স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন হয় ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব, শ্রীনগরথানা অফিসার ইনচার্জ শাকিল আহ্মদ, ওসি তদন্ত আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী ইউনুচ আলী, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন