শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ মাহমুদ নিহত

0
11
শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ মাহমুদ নিহত

প্রকাশিত : সোমবার, ১ জুন ২০২০ ইং ।। ১৮ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে রিয়াজ মাহমুদ (৪২) নামক এক স্বেচ্ছাসেবক দলের নেতা বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

সে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কও কোলাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ।

রোববার সকালে উপজেলার কোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে রিয়াজ তার বাড়ির পাশে নিজস্ব পুকুরে বড়শী দিয়ে মাছ ধরতে যায়।

মাছ ধরার সময় বড়শীর ছিপটি টানদিলে পুকুরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে বড়শীটি আটকে যায়।

এ সময় সে ভেজা ছিপের সাহায্যে বিদ্যুতের তার থেকে বড়শিটি ছাড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

তাকে এলাকাবাসী উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন