প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ২৩ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ দাবীতে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পুলিশী পাহাড়ায় মাসিক সমন্বয় সভা ছেড়ে যায় উপস্থিত কয়েকজন ইউপি চেয়ারম্যান। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলীয় নেতাকর্মীদের নিবৃত করেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা।
বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মসিক সমন্বয় সভা চলছিল। এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপজেলা চত্তরে উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকড়র্মীরা উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে প্রবেশ করে হাসিনা সরকারের অবৈধ ভোটে নির্বাচিত ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অপসারণের দাবী করেন। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন তাদের কথা শুনেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিব, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. কাইয়ূম উদ্দিন চৌধুরী, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। পরিস্থিতি আচ করতে পেরে সভা থেকে বেশ কয়েকজন চেয়ারম্যান বেরিয়ে যান। বাকীরা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধার সহায়তায় ও পুলিশী পাহাড়ায় সভা থেকে বের হয়ে আসেন। গাড়ীতে উঠার সময় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা নানা রকম স্লোগান দিয়ে তাদের ক্ষোভ ঝারতে থাকেন।
কেউ কেউ চেয়ারম্যানদেরকে নাজেহাল করার জন্য এগিয়ে আসলে বিএনপির বেশ কয়েকজন তাদের নিবৃত করেন। পরে চেয়ারম্যানদের ছাড়াই উপজেলার আইন-শৃংখলা কমিটির সভা ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা শেষ হয়।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor