শ্রীনগরে বন্যায় প্লাবিত এলাকা পরির্দশনে অতিরিক্ত সচিব রওশন আরা

0
29
শ্রীনগরে বন্যায় প্লাবিত এলাকা পরির্দশনে অতিরিক্ত সচিব রওশন আরা

প্রকাশিত : শুক্রবার,৩১ জুলাই ২০২০ইং ।। ১৬ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি:  শ্রীনগরে বন্যা কবলিত এলাকা পরির্দশন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওশন আরা। ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ভাগ্যকুল, বাঘড়া ও রাঢ়ীখাল এলাকার বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন তিনি। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পানিবন্দী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন অতিরিক্ত সচিব রওশন আরা।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মো. কুদ্দুস বুলবুল, শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, বাঘড়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন .. ..         

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন