প্রকাশিত : মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ১১ রবিউস সানি ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরে বসতঘরে আটকে রেখে এক নারীকে জোরপূর্বক গর্ভপাত করার চেষ্টা ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় আম্বিয়া (৪২) নামে ঢাকা থেকে গর্ভপাত করাতে আসা টিমের এক নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে শ্রীনগর উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই নারীর নাম দীপা বেগম (৩০)।
স্থানীয়রা জানায়, উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে বিবাহিত রিপন শেখ বগত চার/পাঁচ দিন আগে ঢাকা থেকে দীপা নামে দুই মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে বাড়িতে নিয়ে আসেন। এ সময় তার স্ত্রী তানিয়া বেগম ওই নারীর পরিচয় জানতে চাইলে রিপন জানায় ওই নারী তার পরকীয়া প্রেমিকা এবং সে ২ মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের জন্য চাপাচাপি করার কারণে বাড়িতে নিয়ে এসেছেন তিনি।
পরে মঙ্গলবার দুপুরে ওই নারীকে জোরপূর্বক গর্ভপাত ঘটাতে ঢাকা থেকে একটি টিম নিয়ে আসে রিপন। এ সময় দীপাকে হাতুড়ি পেটা করে হাত-পা ভেঙ্গে দিয়ে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর চেষ্টা করা হয়। পরে আশপাশের লোকজন ভুক্তভোগী ওই নারীর ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় গর্ভপাত ঘটানোর টিমের সদস্য আম্বিয়া নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় মূল অভিযুক্ত রিপন শেখ।
এ ব্যাপারে রিপনের প্রথম স্ত্রী তানিয়া বেগম জানান, আমার স্বামী রিপন ওই নারীকে ঘরে আটকে রেখে অজ্ঞাত ২ নারীর সহযোগিতায় জোরপূর্বক গর্ভপাত করানোর চেষ্টা করে। একপর্যায়ে ওই নারীকে হাতুড়ি পেটা করে।
প্রতিবেশী মো. মামুন জানান, রিপন স্ত্রী পরিচয়ে যে নারীকে বাড়িতে নিয়ে আসে সে দুই মাসের অন্তঃসত্ত্বা। রিপন লোকজন নিয়ে জোরপূর্বক তার গর্ভপাতের চেষ্টার পাশাপাশি অমানবিক নির্যাতন করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. কাশফি জানান, নির্যাতনের কারণে ওই নারী স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। তার হাত-পায়ের হাড় ভাঙ্গা। উন্নত চিকিৎসার প্রয়োজন। অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হবে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন মুন্সী জানান, ভুক্তভোগী নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor