শ্রীনগরে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃবধুকে ছুরিকাঘাত, কিশোর গ্যাং লীডার আটক

0
1
শ্রীনগরে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃবধুকে ছুরিকাঘাত, কিশোর গ্যাং লীডার আটক

প্রকাশিত : শনিবার ১৫ মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ১লা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ১৪ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : শ্রীনগর উপজেলার দক্ষিণ কামারগাঁও গ্রামে গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুড়িকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলোচিত কিশোর গ্যাং লীডার লিয়ন ফকিরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাকে শনিবার (১৫ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে ওই গ্রামের দুই সন্তানের জননী বিধাব নারী (৩৭)কে ধর্ষণ চেষ্টা চালিয়ে লিয়ন ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে পালিয়ে গিয়ে আবার ফিরে এসে ভূক্তভোগীকে মিথ্যা আপবাদ দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে।
নির্যাতিতা ভূক্তভোগী বিধবা নারী ঢাকা পোস্টকে বলেন, তার স্বামী দুই বছর আগে কিডনি রোগে মারা গেছে। তার ১০ ও ১১ বছরের দুই পুত্র সন্তান রয়েছে । দুই পুত্র সন্তানকে নিয়ে স্বামী গৃহে বসবাস করেন তিনি। শক্রবার তার দুই ছেলে তারাবি নামাজ পড়তে গেলে রাত আটটার দিকে নিরব ফকিরের পুত্র লিয়ন ফকির (২২) তার দরজায় নক করে । এ সময় কে জানতে চাইলে লিয়ন নিজের পরিচয় দিয়ে জরুরী কথা আছে বলে দড়জা খুলতে বলে। এ সময় ভুক্তভোগী নারী বাইরে থেকে কথা বলতে বললে, সে পুণরায় জরুরি কথা আছে দরজা না খুললে বলা যাবেনা জানালে ওই নারী দরজা খুললেই জোর করে ঘরে ঢুকে তাকে কু প্রস্তাব দেয়। এ সময় ভুক্তভোগী নারী নিজেকে তার চাচীর বয়সী জানালে তাকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। মেঝেতে ফেলে চেপে ধরলে সে আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় লিয়ন মহিলার বুকের ওপর বসে এক হাত দিয়ে গলা চেপে ধরে আরেক হাত দিয়ে মুখ চেপে ধরে মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়। এ সময় ওই নারী তার মুখের ভিতর ঢুকিয়ে দেওয়া আঙুলে কামড় দিলে সে তাকে ছেড়ে দিয়ে একটি ছুড়ি দিয়ে মহিলার মাথায় আঘাত করে হত্যা চেষ্টা চালায়। এ সময় মহিলা চিৎকার দিলে তার ভাসুরের ছেলে হাবিবুর রহমান এগিয়ে আসলে লিয়ন পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকেরা ওই নারীকে উদ্ধার করে বালাশুর গ্রামের সামী জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পরে লিয়ন ফকির ফিরে এসে উল্টো মহিলার বিরুদ্ধে তাকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে রাজি না হওয়ায় হাতে কামড় দেয়ার দাবী করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। ভুক্তভোগী ওই নারী আরো বলেন, আমার দেবর যাকাতের টাকা বিদেশ হতে আমার কাছে পাঠায় আমি ভাবছিলাম হয়তো কারো জন্য যাকাতের টাকা নিতে আমার কাছে আসছে তাই আমি দড়জা খুলছিলাম। ও আমার মাথায় ছুড়ি দিয়ে আঘাত করে আমার মাথা কেটে ফেলেছে ডাক্তার ওই কাটা স্থানে ৫টি সিলাই দিয়েছে। এখোন আমি চিকিৎসা শেষে বাড়িতে আছি। আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি।
স্থানীয় সুজন মৃধা জানায়, লিয়ন এর আগেও অন্য এক নারীকে ধর্ষণের চেষ্টা করেছে। স্থানীয় লোকেরা জানায় লিয়ন ফকির অবৈধ কারেন্ট জালের ব্যবসা করে এবং একটি কিশোর গ্যাং চালায়। সে ইতোমধ্যে এক নাবালিকা মেয়েকে বিয়ে করেছে। এলাকাবাসী জানায় সে মাদকাসক্ত এবং এলাকার কিশোরদের মাদকাসক্ত করে দলে ভিড়িয়েছে৷
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ওসি শাকিল আহমেদ ঘটনার সত্যত্বা স্বীকার করে বলেন, এ ঘটনায় আসামীকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন