প্রকাশিত : সোমবার ৩ মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ১৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ০২ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : জেলার শ্রীনগর উপজেলায় আজ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ এবং তেল মজুদের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার বিকালে শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে শ্রীনগর বাজারে রোকেয়া মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে বোতলজাত সয়াবিন তেল দোকানে না রেখে গুদামে মজুদের দায়ে মাধব স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে গুদাম থেকে বোতল জাত সয়াবিন তেল দোকানে এনে এমআরপি মূল্যে বিক্রির আদেশ দেওয়া হয়। (বাসস)
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com