শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন

0
13
শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ইং।। ১৩ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বালক ( অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনূর্ধ্ব -১৭) এর ইউনিয়ন ভিত্তিক খেলা।

আজ বৃহস্পতিবার ২৭ শে মে সকালে ষোলঘর এ,কে, এস,কে উচ্চ বিদ্যালয় এর মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথী হিসাবে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রনব কুমার ঘোষ সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা, ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, ওসি(অপারেশন) সফর আলী, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির লস্কর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। উদ্বোধনী খেলায় শ্রীনগর ইউনিয়ন ৩-০ গোলে কুকুটিয়া ইউনিয়ন দলকে পরাজিত করে। অপর খেলায় টাইব্রেকারে বাড়ৈখালী ইউনিয়ন বাঘড়া ইউনিয়ন দলকে ৫-৪ গোলে পরাজিত করে।

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুনhttps://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন