প্রকাশিত:সোমবার,২২ জুলাই ২০১৯ ইং ||৭ই শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর:শ্রীনগর প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নে শাহেদ আলী নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে জাহিদের বিরুদ্ধে। আজ সোমবার ভোর ছয়টার দিকে ষোলঘর ইউনিয়নের বাজার সংলগ্ন দূর্গবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,শাহেদ আলী প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার সময় রান্নাঘরে তাঁর স্ত্রীকে ছেলের ওষুধ খাওয়ানোর কথা বলে উঠানে যেতেই ছেলে জাহিদ হাসান তাঁকে বঁটি দিয়ে গলায় কোপ দেয়। এ সময় শাহেদ আলীর রক্তে উঠান ভেসে যায় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান,খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। আটক জাহিদ কিছুটা মানসিক প্রতিবন্ধী। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম শাহেদ আলী (৬০)। তিনি রাজধানীতে ভাঙাড়ির ব্যবসা করতেন। নিহত শাহেদ আলীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জাহিদ হাসান বড়। পুলিশ ঘটনাস্থল থেকে শাহেদ আলীর ছেলে জাহিদ হাসানকে (২৭) আটক করেছে। জাহিদ হাসান বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছিল।