শ্রীনগরে করোনা ভাইরস সনাক্ত রোগীকে কুয়েত মৈত্রি হাসপাতালে পাঠানো হয়েছে

0
56
মুন্সীগঞ্জ সদরে ৩ বছরের শিশুর করোনা শনাক্ত

প্রকাশিত : রবিবার,  ১২ এপ্রিল ২০২০ ইং ।। ২৯ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর : শ্রীনগর সংবাদদাতা : শ্রীনগরে করোনা ভাইরস সনাক্ত হওয়া রোগীকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে তাকে কুয়েত মৈত্রি হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম জানান, উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামরে মোঃ মহিউদ্দিন (৬০) এর নমুনায় করোনা ভাইরাস ধরা পরে। শুক্রবার রাতে আইইডিসিআর থেকে বিষয়টি জানার পর তার বাড়িটি লগডাউন করা হয়। তার পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে মোঃ মহিউদ্দিন গত ৭ এপ্রিল শারীরীক অসুস্থ্যতা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ৯ এপ্রিল পর্যন্ত তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন ছিলন। পরে সুস্থ্যতা বোধ করলে বাড়িতে চলে যান। একারণে ওই কেবিনে কর্তব্যরত ডাক্তার,নার্স ও সংশ্লিষ্টদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন