প্রকাশিত :রবিবার, ৩০ আগস্ট ২০২০ইং ।। ১৫ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ১০ই মুহররম, ১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : শ্রীনগরে ৮দিন ধরে নিখোঁজ অটোসহ কিশোর চালকের সন্ধান মিলেনি। গত ২২ আগষ্ট উপজেলার বাড়ৈখালী থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বের হয়ে ১৬ বছরের কিশোর সানজিদ নিখোঁজ হয়।
স্থানীয়রা জানায়, সানজিদ বাড়ৈখালী গ্রামের বিধবা আঁখি বেগমের ছেলে। ৩ বছর আগে আঁখি বেগমের স্বামী মারা যায়। মা ও বোনের মুখে দ’মুঠো ভাত তুলে দেওয়ার জন্য সানজিদ পড়ালেখা ছেড়ে অটোরিক্সা চালানো শুরু করে। দিন শেষে অটোরিক্সার ভাড়া মিটিয়ে যা পেত তা দিয়েই কোন রকমে চলে যাচ্ছিল ৩ জনের সংসার।
সানজিদের মা আঁখি বেগম জানান, গত ২২ আগষ্ট শনিবার সকাল ১১ টার দিকে সানজিদ বাসা থেকে বের হয়ে ১২ টার দিকে গ্যারেজ থেকে অটোরিক্সা নেয়। সানজিদ প্রতিদিন ৩টার দিকে বাসায় খেতে আসলেও ওইদিন আর সে বাসায় আসেনি। সন্ধ্যার দিকে সানজিদের দু’টি মোবাইল ফোনে কল দিলে তার দুটি নাম্বারই বন্ধ পাওয়া যায়। রাত ৯টা থেকে আঁখি বেগম তার ভাইকে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। কোথাও না পেয়ে পরদিন ২৩ আগষ্ট শ্রীনগর থানায় সাধারণ ডাইরি করে। গত ৮ দিনে এখনো সানজিদের কোন খোঁজ মেলেনি।
শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, সানজিদের সন্ধ্যান পেতে পুলিশ প্রযুক্তি ব্যবহার সহ নানা ভাবে কাজ করে যাচ্ছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
https://www.facebook.com/BikrampurKhobor/
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com