শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এবং জিনাত মহলের নিকাহনামা

0
26
শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এবং জিনাত মহলের নিকাহনামা

প্রকাশিত :শুক্রবার,১৮ সেপ্টেম্বর ২০২০ইং ।। ৩রা আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৯শে মুহররম,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এবং জিনাত মহলের নিকাহনামা (marriage certificate)। এতে বলা হয়েছে যে ২৩ রমজান ১২৫৬ (১৮ নভেম্বর ১৮৪০) জিনাত মহল বেগমের সাথে ভারতবর্ষের সম্রাট আবু জাফর সিরাজুদ্দিন মুহম্মদ বাহাদুর শাহ জাফরের শুভ বিবাহ সম্পন্ন হইল।

আরো বলা আছে কনে-কনের সম্মতিতে আইনটি বিবাহিতভাবে পরিচালিত হলো এবং কাবিনের (জয়েন্টার বা বন্দোবস্ত) ১৫,০০,০০০ রুপি যা বর দিতে রাজি আছে।২/৩ অর্থ তাৎক্ষণিকভাবে প্রদান করতে হবে এবং তাদের বিবাহিত জীবনে যে কোনও সময় ১/৩ অংশ দিতে হবে।

সম্রাট বাহাদুর শাহ জিনাত মহলের সাথে তাঁর প্রথম সাক্ষাত সম্পর্কে একটি শের লিখেছেন:

“লে গায়া লুট লৈ কে কুন মেরা সবো-ও-ক্বার / বেকারি তুঝে আই দিল কাবি আইসী তো না থি”।।

(কে এই যে আমার শান্তিকে আমার হৃদয় কেড়ে নিয়েছে? এরকম অস্থিরতা কখনও আপনার ভাগ্যে হয়নি)।

কাবিননামাটি বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে।

নিউজটি শেয়ার করুন .. ..            

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন