প্রকাশিত:রবিবার,১৪এপ্রিল ২০১৯: ১লা বৈশাখ,১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর:নিজস্ব ডেস্ক: “আজ পহেলা বৈশাখ,১৪২৬ বঙ্গাব্দ। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ফেলে আসা বছরের সব তমসা দূর হয়ে অনাবিল আলোয় স্নাত হবে আমাদের ব্যক্তিক ও সামষ্টিক ভবিষ্যৎ এ প্রত্যাশা করি।
ফসলি সন হিসেবে মোগল আমলে যে বর্ষগণনার সূচনা হয়েছিল,আজ তাই আমাদের নতুন বছরের প্রথম দিন যা সর্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে।সাল গণনার সীমা ছাড়িয়ে ষাটের দশকে এই উৎসব মিলিত হয়েছে আমাদের জাতিসত্তা আবিষ্কারের অন্যতম সূত্রবিন্দুতে।