শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে বৈরি আবহাওয়া লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ

0
10
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে বৈরি আবহাওয়া লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ

প্রকাশিত:শুক্রবার,২৩ অক্টোবর ২০২০ইং ।। ৭ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৫ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : বৈরি আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও সীবোট চলাচল বন্ধ রয়েছে। ২ নম্বর বিপদ সংকেত ও নদীতে প্রবল হাওয়া, উত্তাল ঢেউ থাকায় দূর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টা থেকে লঞ্চ ও সী-বোট চলাচল বন্ধ করে দেয় ঘাট বিআইডব্লিওটিএ কতৃপক্ষ।

এদিকে ফেরির পর লঞ্চ ও সী-বোট বন্ধ হওয়ায় এ নৌরুটে চলাচলকারী যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে। শিমুলিয়া ঘাট এলাকায় বর্তমানে আটকা কয়েকশতাধিক যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরী নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিটিএ) শিমুলিয়া লঞ্চ ঘাটের পরিদর্শক মোঃ সোলেমান জানান, সকাল থেকে লঞ্চ ও সী-বোট চলছিলো, তবে বৈরি আবহওয়া কারণে নদীতে এখন ২ নম্বর বিপদ সংকত চলছে। তাই দূর্ঘটনা এড়াতে নৌরুটে চলাচল করা ৮২টি লঞ্চও ৪শ শতাধিক সী-বোট বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ ও সী-বোট চলাচল করবে না বলে জানান তিনি।

এদিকে ফেরির পর লঞ্চ, স্পীডবোট ও ট্রলার বন্ধ হওয়ায় এ নৌরুটে চলাচল কারীরা পড়েছে বিপাকে। সন্ধ্যা থেকে এমনিতেই লঞ্চ ও স্পিডবোট বন্ধ হয়ে যায়।

বিআইডাব্লিটিএ আরও জানায়, সকাল থেকে লঞ্চ, স্পীডবোট ও ট্রলার চলছিলো আবহাওয়া ভালো হলে আবার চলাচল শুরু হবে।

এদিকে ৮ম দিনের মত ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আর ৫৫ দিন ধরে রাতে ফেরি চলছে না। তাই এই রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ এখন চরমে।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন