শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ, ফেরি চলছে সীমিত পরিসরে

0
12
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট ২০২০ইং ।। ৭ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : উত্তাল পদ্মায় স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটে বৃহস্পতিবার বিকেল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। সীমিত পরিসরে ফেরি চালু রেখে নৌরুট সচল রাখা হয়েছে। ফলে নৌরুটের উভয়ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন।

বিআইডুব্লিউটিসির শিমুলিয়া কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, বৈরি পরিস্থিতির কারণে বৃহস্পতিবার সকাল থেকেই পদ্মা উত্তাল হওয়ার পাশাপাশি প্রচন্ড গতিবেগে স্রোত প্রবাহিত হওয়ায় নৌরুট ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে দুপুর থেকে নৌরুটে চলাচলরত লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। এছাড়া নৌ চ্যানেলে নাব্যতা সঙ্কট ও সরু হয়ে পড়ায় ফেরিগুলোও ঝুঁকি নিয়েচলাচল করছিল। বৃহস্পতিবার সকাল থেকে ১৫টি ফেরির মধ্যে ৬টি দিয়ে নৌরুটে যানবাহন পারাপার অব্যাহত রাখে কর্তৃপক্ষ। এরপর থেকে ৩টি রো রো ফেরিসহ ৬টি ফেরি দিয়ে নৌরুট সচল রেখেছে বিআইডব্লিউটিসি।

বিআইডুব্লিউটিসির শিমুলিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) মোহাম্মদ আলী জানান, বৈরি আবহাওয়ার কারণে নৌরুটে এক নম্বর সংকেত চলছে। তাই নৌদুর্ঘটনা এড়াতে বর্তমানে ৩টি রো রো ফেরিসহ ৬টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

ঘাট সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, রাতে রো রো ফেরি চালু রাখা হলেও মাঝারি ৩টি ফেরি বন্ধ রাখা হবে।

 

নিউজটি শেয়ার করুন .. ..             

 

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন