শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটে ফেরীসহ সকল নৌযান চলাচল বন্ধ, করোনা ঝুকি ভোগান্তির শেষ নেই যাত্রীদের । ভিডিও সহ

0
82
শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটে ফেরীসহ সকল নৌযান চলাচল বন্ধ, করোনা ঝুকি ভোগান্তির শেষ নেই যাত্রীদের । ভিডিও সহ

মুন্সীগঞ্জ শিমুলিয়া ঘাটে দক্ষিণ বঙ্গগামী ঈদে ঘরেফেরা মানুষের ভীর।

প্রকাশিত :মঙ্গলবার,১৯ মে ২০২০ ইং ।। ৫ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।। ২৫ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : অফিস ডেস্ক  মোঃ রুবেল ইসলাম তাহমিদ – মাওয়া থেকে :  করোনা দুর্যোগ ও আসছে ঘুর্ণিঝড় আম্পান, সব মিলিয়ে নিরাপত্তার স্বার্থে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে, বিআইডবিøউটিসি ও টিএ কতৃপক্ষ গত কাল সোমবার বিকাল থেকে ফেরী চলাচল বন্ধ করে দেয়, শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটের।  আজ মঙ্গলবার সকাল থেকে লৌহজংএর শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় দক্ষিণ বঙ্গগামী২৩ জেলার হাজার হাজার মানুষ। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি এখানে কল্পনা করা যায় না। শিশু ও নারীসহ যাত্রীরা পরেছে চরম ভোগান্তিতে শিমুলিয়ার ঘাটে এসে। ভোরে লাশ ও এ্যাম্বুলেন্স নিয়ে একটি ফেরী ছেড়ে গেছে। সকাল ১০ টা থেকে ঘাটে থাকা দুটি ফেরীতে কয়েক হাজার যাত্রী উঠে রয়েছে। সরকারের নির্দেশনা যে যেখানে আছে সেখানেই থাকবে। কিন্তু করোনা ঝুকি নিয়েই তারা ছুটছেন দক্ষিণ বঙ্গের ২১ জেলায়।। আবার শিমুলিয়ার আশপাশ থেকে ট্রলারে করে যাত্রীরা জীবনের ঝুকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন। কতৃপক্ষ জানিয়েছে উপরের নির্দেশ না পেলে ফেরী ছাড়া যাবে না। মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. হিলাল হোসেন জানান, জেলা পুলিশ, নৌ পুলিশ ও ট্রাফিক পুলিশ রাস্তায় রয়েছে। নিরাপত্ত¡ার স্বার্থে চেক পোষ্টসহ ঘাটে প্রবেশের সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন দিক ঘুরে যাত্রীরা ঘাট এলাকায় ভীর জমাচ্ছেন।
এছাড়া দেখাগেছে ঢাকা-মাওয়া মহাসড়কের ৪ টি পয়েন্টে চেক পোষ্ট থাকায়, যাত্রীরা বিভিন্ন লোকাল রাস্তা দিয়ে, লেগুনা, ইজি বাইক, মোটর সাইকেল ও রিক্সায় করে ঘাট এলাকায় চলে এসেছেন। #

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন