প্রকাশিত : সোমবার, ৩রা আগস্ট ২০২০ইং ।। ১৯ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : মোঃ রুবেল ইসলাম তাহমিদ শিমুলিয়া ফেরি ঘাট থেকে : শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ৩৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু করেছে। এর আগে এ নৌরুটে গেল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বহরের কহেক টি ফেরি চলাচল বন্ধ করা হয় এবং শুক্রবার দুপুর ২ টার দিকে শিমুলিয়া ঘাট সংলগ্ন কুমারভোগ এলাকায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙন শুরু হয়। এতে ফেরি ঘাটে আবার ভাঙনের কবলে পড়তে পারে এমন আশঙ্কায় রাত ৮টা থেকে এ বহরের সকল ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডডব্লিউটিসি কতৃপক্ষ। এ ছাড়া শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে দীর্ঘদিন ধরেই ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এতে করে দুর্ভোগে পড়েছেন দক্ষিণবঙ্গের ২৩টি জেলার মানুষ। এবারের কোরবানির ঈদেও অনেকেই ফেরি বন্ধের কারণে ফিরে গেছেন পাটুরিয়া ঘাট দিয়ে। গত কাল শনিবার (০১ আগস্ট) বিকেল পরীক্ষামূলকভাবে একটি ফেরি চল্লেও । পড়ে বন্ধরাখা হয়।
গতকাল রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ৩টা থেকে চারটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে চলাচল শুরু করছে। বর্তমানেশিমুলিয়ায় পারের অপেক্ষায় রয়েছে প্রায় ২শ গাড়ি। অন্যদিকে, লঞ্চ, স্পিডবোট ঘাটে যাত্রীদের উপস্থিতি স্বাভাবিক। মাওয়া -(শিমুলিয়া) ঘাটের বিআইডডব্লিউটিসির মেরিন অফিসার আহম্মেদ আলী জানান, দুপুর সাড়ে ৩টা থেকে একটি রো রো ফেরিসহ চারটি ফেরি চলাচল করছে। পারের অপেক্ষায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যাই বেশি আছে। তবে মোটরসাইকেলগুলো ফেরির পল্টুনে সামনে এসে জটলা তৈরি করছে। এছাড়া অন্য গাড়ি প্রবেশের পথেও বাধা তৈরি করছে। ফেরিগুলোতে মোটরসাইকেল অনেক বেশি। পদ্মার তীব্র স্রোতের জন্য পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল করছে। ১৬টি ফেরির মধ্যে চারটি ফেরি চলছে, বাকিগুলো তীব্র স্রোতের মধ্যে চালানো সম্ভব নয়, তিনি আরো বলেন, লঞ্চ ও স্পিডবোট ঘাটে যাত্রীদের উপস্থিতি স্বাভাবিক আছে।
নিউজটি শেয়ার করুন .. ..