শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে প্রবল স্রোত ও নাব্যতা সঙ্কটে ফেরী চলাচল ব্যাহত;শিমুলিয়া ঘাটে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায়

0
12
ছবি সংগৃহীত

প্রকাশিত : বৃহস্পতিবার,২ জুলাই ২০২০ইং ।। ১৮ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : নাব্যসঙ্কট ও প্রবল স্রোতের কারণে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। গতকাল বুধবার ১৯ ঘন্টা পর দুপুর আড়াইটার দিকে সীমিত পরিসরে ৫টি ফেরী দিয়ে যানবাহন পারাপার শুরু করেছে। গতকাল সকাল থেকেই ঘাট এলাকায় ছোট-বড় যানবাহনের চাপ দেখা গেছে।
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ছোট-বড় মিলিয়ে ৫ শতাধিক যানবাহন গতকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত পারাপারের অপেক্ষায় ছিল। এর মধ্যে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান রয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ৩০টি ছোট-বড় গাড়ি নিয়ে চ্যানেলের মুখে ডুবোচরে আটকা পরে ফেরী বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর। গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ২টি উদ্ধারকারী ট্যাগ জাহাজ দিয়ে উদ্ধার করা সম্ভব হয়নাই, উদ্ধারের চেষ্টা চলছে।
শিমুলিয়া ঘাট বিআইডব্লিউটিসি সহকারি ব্যবস্থাপক সাফায়েত হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় কর্তৃপক্ষের সিদ্ধান্তে দূর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ করা হয়। পরিস্থিতি স¦াভাবিক হলে ফেরী চলাচল শুরু হবে। চ্যানেলের ডুবোচরে আটকে আছে রো-রো ফেরী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ডুবোচরে আটকে যায় ফেরীটি।
এদিকে মাওয়া ট্রাফিক ইনচার্জ পরিদর্শক মোঃ হিলাল হোসেন জানান, রাতে ফেরী বন্ধ হওয়ায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে ৫টি ফেরী চালু করা হলেও শিমুলিয়া ঘাটে ছোট-বড় যানবাহন মিলিয়ে ৫ শতাধিক পারাপারের অপেক্ষায় আছে। এর মধ্যে ট্রাকের সংখ্যা বেশি।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন