শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু-প্রায় ২২ ঘন্টা পর

0
16
প্রকাশিত: বুধবার,১৪ আগস্ট ২০১৯ ইং ||৩০ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর:মাওয়া থেকে প্রতিনিধি আবু নাসের খান লিমন: বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি সহ লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল প্রায় ২২ ঘন্টা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা থেকে, পরে বেলা সাড়ে ১১টার দিকে বড় সাইজের ড্রাম ফেরী সিমিত আকারে চললেও তা দফায় দফায় বন্ধ হয়েছে। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল একেবারেই বন্ধ হয়েছে ছিল।

আজ বুধবার সকাল ৭টা ১৫ মিনিটে আবহাওয়া অনুকুলে আসলে পুনরায় শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ির উদ্যেশে ছেড়ে যায় এক এক করে যাত্রী বাহী লঞ্চ গুলো। বর্তমানে ফেরী ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বিআইডব্লিউটি এর শিমুলিয়া ঘাট ইনচার্জ সোলাইমান জানান, উত্তাল পদ্মায় দুর্ঘটনা এড়াতে গতকাল সকাল সাড়ে ০৮ থেকে সকল নৌ যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।আজ সকালে আবহাওয়া অনুকুলে আসলে প্রায় ২২ ঘন্টা পর পুনরায় ণৌ যান চলাচল স্বাভাবিক হয়। তবে স্পিডবোট বন্ধ রয়েছে এখনো।

বুধবার অফিস ধরার জন্য কেউ কেউ ফিরতে শুরু করেছেন।তবে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের ছুটি এবং শুক্র-শনি সাপ্তাহিক ছুটি থাকায় ফিরতি পথের যাত্রীদের চাপ শনিবারই বেশি থাকবে। সেই অনুযায়ী প্রস্তুতি রয়েছে।এখনও ফিরতি পথের যাত্রীদের চাপ পড়েনি।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন