প্রকাশিত : সোমবার ,১৪ সেপ্টেম্বর ২০২০ইং ।। ৩০শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৫শে মুহররম,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : নাব্যতা সংকটের কারণে টানা আটদিন বন্ধ থাকার পর চালু হয়েছিল শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল। তবে মাত্র তিনদিন চলার পরই গুরুত্বপূর্ণ এ নৌপথে পুণরায় ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
গতকাল ১৩ সেপ্টেম্বর, রবিবার রাত সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে করে বিপাকে পড়েছেন যাত্রীরা। আজ ১৪ সেপ্টেম্বর, সোমবার সকাল থেকে ঘাটে এসে সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। বাধ্য হয়ে অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিড বোটে করে ভরা পদ্মা পাড়ি দিতে হচ্ছে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, আট দিন বন্ধ থাকার পর শুক্রবার পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। এসময় রাতে বন্ধ এবং দিনে সীমিত আকারে ফেরি চলাচল করছিল।
এর মধ্যেই লৌহজং টার্নিংয়ের মুখে নাব্য সংকট দেখা দেয়ায় সেখানে ড্রেজিং চলছে। ছোট ফেরিও চলতে পারছে না বলেও জানান তিনি।
যে কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। বিকল্প রুটে যাত্রীদের যাতায়াতের নির্দেশনা দেয়া হয়েছে। তবে কবে নাগাদ পুণরায় ফেরি চলাচল শুরু হবে তা নিশ্চিত করতে পারেনি ঘাট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, নাব্যতা সংকটের কারণে গত ৩ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল ফেরি চলাচল। সীমিত আকারে দুইদিন চলাচল করার পর ফের বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এ নৌপথে চলাচল করা ১৭ ফেরির চারটি অন্যত্র পাঠিয়ে দেয়া হয়েছে। অলস পড়ে আছে বাকি ১৩টি ফেরি।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com