শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ঢাকামুখী যাত্রীদের ঢল

0
14
প্রকাশিত:শনিবার,১৭ আগস্ট ২০১৯ ইং ||১লা আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর:মাওয়া প্রতিনিধি : দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ঈদের ছুটি শেষে দক্ষিণাঞ্চল থেকে রাজধানীমুখী যাত্রীদের ঢল নেমেছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। তবে দুর্ঘটনার আশঙ্কায় অনেকেই ফেরিতে করে পদ্মানদী পার হয়ে আসছেন।
ঢাকায় ফিরতে শুরু করা যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে শিমুলিয়া ঘাট থেকে খালি ফেরি দ্রুত চলে যাচ্ছে কাওড়াকান্দি ঘাটে। সেখান থেকে যাত্রী ও যানবাহন বোঝাই করে ফের ছুটে আসছে শিমুলিয়া ঘাটের দিকে।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে গিয়েছিল লাখো মানুষ। ঘরে ফেরা মানুষেরা ঈদ শেষে ফিরতে শুরু করেছেন রাজধানীতে।এই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে যাত্রীসেবায় ১৭টি ফেরি,৮৭টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট এই রুটে চলাচল করছে।এছাড়া,আইনশৃঙ্খলা বাহিনীর তিন শতাধিক সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন।পাশাপাশি সিসিটিভির মাধ্যমে ঘিরে রাখা হয়েছে পুরো কাঁঠালবাড়ি ফেরিঘাট।তবে,অনেক যাত্রী লঞ্চ ও স্পিডবোটের বদলে ফেরিতে পার হচ্ছেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন