প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ইং।। ২২শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মাদারীপুরের শিবচরে একটি বিদেশি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ রিফাত মাহবুব (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের চর গজারিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। রিফাত ওই গ্রামের রাজ্জাক শিকদারের ছেলে।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, রিফাত একটি ম্যাগজিনসহ তার বাড়িতে অবস্থান করছে। এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে গিয়ে বিছানার নিচ থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি ৭.৬৫ মডেলের ম্যাগজিনসহ তাকে আটক করি।
ওসি আরও বলেন, গত নির্বাচনে রিফাতের চাচা নুরুল হক শিকদার চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। ধারণা করা হচ্ছে, নির্বাচনে প্রভাব বিস্তার করতে তিনি অস্ত্রটি কাছে রেখেছেন। রিফাতের বিরুদ্ধে শিবচর থানায় অস্ত্র মামলা হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com