প্রকাশিত : বুধবার ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ২৬ শাবান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলায় ‘মিড ডে মিল’ চালু করতে আগামী একনেক বৈঠকে অর্থ অনুমোদন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ইতোমধ্যে ভিন্ন প্রকল্পে দুটি জেলায় মিড ডে মিল চালু হয়ে গেছে বলেও জানান তিনি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই) ও মালালা ফান্ডের সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘শিক্ষায় বৈষম্য কমাতে চাই। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সামনে একনেক মিটিংয়ে ৬২ জেলার ১৫০টি উপজেলায় মিড ডে মিল চালুর জন্য অর্থ অনুমোদন করা হবে আশা করছি। অন্য দুটি জেলায় ইতোমধ্যে অন্য প্রকল্পের আওতায় চালু হয়ে গেছে।’
শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ভাবছি পরীক্ষার বোঝা কমানো দরকার। কিন্তু অভিভাবক ও শিক্ষকরা চান আরও পরীক্ষা চাপানো হোক।’
সিপিডির চেয়ারপার্সন অধ্যাপক রেহমান সোবহান সভাপতিত্বে এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) রবিউল ইসলাম।
সভায় মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক এবং প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ক কনসালটেশন কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ। সম্মানিত আলোচক ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলোর্মী। ভবিষ্যতের শিক্ষাভাবনা ও নাগরিক সমাজের প্রত্যাশা তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com