শিক্ষা কার্যক্রমের অনুমোদন পেলো রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

0
9
শিক্ষা কার্যক্রমের অনুমোদন পেলো রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত:সোমবার, ৫ এপ্রিল ২০২১ইং।।২২শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ(বসন্তকাল)।। ২২শাবান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যলয়কে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  রবিবার (৪ এপ্রিল) ইউজিসি এই অনুমোদন দেয়।

অনুমোদনের চিঠিতে ইউজিসি জানায়, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন দেয় সরকার। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার আবেদন জানায় বিশ্ববিদ্যালয়টি। এরপর গত ২৫ ফেব্রুয়ারি সরেজমিন পরিদর্শন করা হয়। ওই পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হলো।

বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালনায় ইউজিসি যে শর্ত দিয়েছে, তা হলো—    ১. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ক্যাম্পাস পরিচালনা করতে হবে। আগামী ৬ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ যাবতীয় কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে হবে। ২. পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী, ডুয়েল সেমিস্টারের ভিত্তিতে চারটি প্রোগ্রামের শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে। বিষয়গুলো হচ্ছে— ব্যাচলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), ফ্যাশন ডিজাইন, সংগীত এবং থিয়েটার।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন