প্রকাশিত :বুধবার, ৮ এপ্রিল ২০২০ ইং ।। ২৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :অফিস ডেস্ক : সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন, আধুনিক ইসলামী অর্থবিশারদ, বিক্রমপুর মোস্তফাগঞ্জ মাদরাসার প্রিন্সিপাল, তাঁতীবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব,ঢাকা গেন্ডারিয়ার জামালুল কোরাআন মাদ্রাসার প্রধান মুফতি, শায়খুল হাদীস ও খলিফায়ে শাহ আহমাদ শফি আল্লামা মুফতি ড. মুহাম্মদ আবদুল্লাহ বিক্রমপুরী আজ সন্ধ্যায় কুরমিটোলা জেনারেল হাসপাতালে হার্ট অ্যাটাক এ মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
লৌহজং উপজেলার শুরপাড়া গ্রামে তাদের আদি বাড়ি।তবে তাঁহার পিতার চাকুরি সূত্রে সিরাজদিখান উপজেলার শিয়ালদী গ্রামে বসতি স্হাপন করেন। তিনি তাহার নামের শেষে “বিক্রমপুরী “ উপাধি সংযুক্ত করে বুঝিয়েছেন বিক্রমপুরকে তিনি কত ভালোবাসতেন।
আমরা শোকাহত।