শরীয়তপুরে সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত

0
4

প্রকাশিত: রবিবার, ১নভেম্বর ২০২০ইং ।। ১৬ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১৪ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : শরীয়তপুর সদর উপজেলায় বেলুন ফোলানোর সয়ম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার ডোমসার স্কুল অ্যান্ড কলেজ মাঠ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ বেপারী (৩৫) সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের দড়িহাওলা গ্রামের মৃত ইউনুছ বেপারীর ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে জাহিদ (১০) ও সদর উপজেলার ডোমসার গ্রামের দেলোয়ার মাদবরের ছেলে সিয়াম (৫) গুরুতর আহত হয়েছে।

নিহতের শ্বশুর জুলহাস বেপারী জানান, সাঈদ হকারি করে খেলনার বেলুন বিক্রি করত। বিকালে ডোমসার স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলা ছিল। সেখানে ছেলে জাহিদকে নিয়ে বেলুন ও বিভিন্ন প্রকার খেলনা বিক্রি করতে যান। বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাঈদ ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। মাথা ও শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ সময় গুরুতর আহত হয় জাহিদ ও সিয়াম। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও জেলা প্রশাসক হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। এ সময় আহতদের চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতাও করেন সংসদ সদস্য।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন