প্রকাশিত : বুধবার, ৩ জুন ২০২০ ইং ।। ২০ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, সাধারণ ছুটি পরবর্তী সময়ে বৈশি^ক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে নিজেকে রক্ষা করতে প্রয়োজন আরও অধিক সচেতনতা। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে বিশেষ মনোযোগ দিতে হবে।
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, বিশে^র দেশে দেশে বৈশি^ক মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত জনজীবন। দীর্ঘদিন সাধারণ ছুটির কারণে মানুষের জীবন ও জীবিকা উভয়ই মারাত্মক সংকটের সম্মুখীন হওয়ায় দেশে দেশে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই মানুষ কাজে যোগ দিচ্ছে। আমাদের দেশেও টানা ৬৬ দিন সাধারণ ছুটি থাকার পর সীমিত পরিসরে অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। অন্যদিকে সংক্রমণের সংখ্যাও বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে বর্তমানে সকলের চলাফেরা, দৈনন্দিন জীবনাচার অত্যন্ত সতর্কতা ও সচেতনতার সাথে নির্বাহ করতে হবে। সাধারণ ছুটি পরবর্তী সময়ে বৈশি^ক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে নিজেকে রক্ষা করতে প্রয়োজন আরও অধিক সচেতনতা। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে বিশেষ মনোযোগ দিতে হবে।
তিনি বলেন, কর্ম পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিতে হবে এবং কর্মস্থলে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। কর্মস্থলে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করতে হবে। বিনা প্রয়োজনে বাসা হতে বের হওয়া থেকে বিরত থাকতে হবে।নিউজটি শেয়ার করুন .. ..