প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।।২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(হেমন্তকাল)।।১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ল্যান্ডোভারী হাই স্কুল এর শিক্ষার্থীদের লেখা, অলংকরণ ও সম্পাদনায় প্রকাশিত সাহিত্য সংস্কৃতি সংকলন ‘সূচনা’র মোড়ক উন্মোচন করা হয়েছে~
গতকাল দুপুরে ল্যান্ডোভারী হাই স্কুল প্রাঙ্গণে ‘সোনারং তরুছায়া’র প্রকাশনা ল্যান্ডোভারী হাই স্কুলের শিক্ষার্থীদের লেখা, অলংকরণে মেধাবী ও প্রতিভাময়ী শিক্ষার্থী সাহেলা জাহান অর্থির সম্পাদনায় প্রকাশিত সাহিত্য ও সংস্কৃতি সংকলন ‘সূচনা’র মোড়ক সম্মিলিতভাবে উন্মোচন করেন প্রধান অতিথি বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, ১৭৮ দেশ ভ্রমণকারী বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আবদুস ছাত্তার ও সভাপতি মুহম্মদ আবদুল জাব্বার।
অনুষ্ঠানে ‘সোনারং তরুছায়া’র পক্ষ থেকে বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহারকে ‘প্রাইড অব বাংলাদেশ সম্মাননা’ প্রদান করা হয়। ১৯৭৯ সালের ১২ ডিসেম্বর জন্ম নেয়া লক্ষ্মীপুর জেলার কৃতিমুখ বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার প্রথম বাংলাদেশী নারী হিসেবে বিশ্বের ১৭৮টি দেশে পদার্পণ করেছেন, সে সব দেশে বাংলাদেশের পতাকা উড়িয়ে আমাদের গৌরবান্বিত করেছেন। আর ২৩টি দেশে পতাকা ওড়ালে সারাবিশ্ব পরিভ্রমণ সম্পন্ন শেষে প্রথম মুসলমান তথা নারী হিসেবে অনন্য রেকর্ড গড়া হবে তার।
গতকাল ১২ ডিসেম্বর জন্মদিনে ‘সোনারং তরুছায়া’র পক্ষ থেকে ল্যান্ডোভারী হাই স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ী পূর্ণ পরিবেশে বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহারকে ‘প্রাইড অব বাংলাদেশ সম্মাননা’ প্রদান করা হয়। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি মুহম্মদ আবদুল জাব্বার ও প্রধান শিক্ষক মো. আবদুস ছাত্তারকে নিয়ে তার ওপর প্রকাশিত একটি বুকলেটের মোড়ক উন্মোচন করেন বরেণ্য কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ল্যান্ডোভারী হাই স্কুল এর পরিচালক ও সহকারী শিক্ষক সাইদ সরকার, সাংবাদিক মহিউদ্দিন আহমেদ। কবিতা আবৃত্তি করেন নাট্যনির্মাতা, মুন্সীগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান খান বাবু। পরিশেষে বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার এর নেতৃত্বে ল্যান্ডোভারী হাই স্কুলে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকেলে নাজমুন নাহারসহ সবাই ‘সোনারং তরুছায়া’য় শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন। জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর। সেখানে শিক্ষার্থী ছাড়াও আরও উপস্থিত ছিলেন আমাদের কর্তৃক সংবর্ধিত ইঞ্জিনিয়ার ড. আতিয়া রহমান পাপড়ির পিতা বিদ্যুৎ কর্মকর্তা ও সংগঠক আতাউর রহমান খোকন, ৬৬ নং খায়রুন্নেছা বক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com