প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।।২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(হেমন্তকাল)।।১০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের লৌহজং প্রতিনিধি মো. শওকত হোসেনের পিতা আনোয়ার হোসেন শেখ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার ভোরে তিনি লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বয়সজনিত জটিল রোগে ভুগছিলেন।
মুন্সীগঞ্জের লৌহজং প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের লৌহজং উপজেলা সংবাদদাতা মো. শওকত হোসেনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সহ বিক্রমপুর প্রেসক্লাব, টঙ্গীবাড়ি প্রেসক্লাব, লৌহজং প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এদিন বাদ জুম্মা হাড়িদিয়া জামে মসজিদে মরহুমের জানাজা শেষে হাড়িদিয়া কবরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সাংবাদিক শওকত তাঁর পিতার রূহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষে সকলের কাছে দোয়া চেয়েছেন।#
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com