লৌহজং এ ভ্রাম্যমান আদালতের পাশাপাশি জনসাধারণ‌কে ক‌রোনা ভাইরাস সম্প‌র্কে স‌চেতন করা হয়

0
28
লৌহজং এ ভ্রাম্যমান আদালতের পাশাপাশি জনসাধারণ‌কে ক‌রোনা ভাইরাস সম্প‌র্কে স‌চেতন করা হয়

প্রকাশিত :বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ ইং ।। ২৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : লৌহজং উপজেলার বিভিন্ন হাট বাজার পরিদর্শন করেন গতকাল ৮ এপ্রিল শনিবার কোরহা‌টি (প‌শ্চিম শিমু‌লিয়া) বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। আইন না মানার কারনে এসময় তিনি নুর হোসেন মৃধা (৪০), পিতা: জালাল মৃধা মুদি দোকানদারকে ১,০০০ টাকা এবং আলমগীর হোসেন (৩৮), পিতাঃ ফজল হক খালাসী মুদি দোকানদারকে ৫,০০০ টাকা অর্থদন্ড প্রদানপূর্বক সর্তক করেন।

এছাড়াও ঘোড়াদৌড় (পাকা ব্রিজ সংলগ্ন) বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুঃ রাসেদুজ্জামান। এসময় তিনি আইন না মানার কারনে সঞ্জিত দাস (৫২), পিতা: মৃত. হরে কৃষ্ণ দাস কে ৫০০ টাকা শাখাওয়াত হোসেন (৩১), পিতা: সামসুল হক সরদার কে ২,০০০ টাকা গৌতম পোদ্দার (৫৫), পিতা: মৃত.সুনেন্দ্র পোদ্দার কে ১,০০০ টাকা আব্দুল ছাত্তার (৫২), পিতা: মৃত. খালেক সিকদার কে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান পূর্বক সর্তক করেন।

আজ  ৬ জন ব্যবসায়ীকে সর্বমোট ১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করার সময় উপ‌স্থিত জনসাধারণ‌কে ক‌রোনা ভাইরাস সম্প‌র্কে স‌চেতন করা হয়। এসময় আরোও সাথে উপস্থিত ছিলেন অত্র উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

তথ্য সূত্রঃ উপজেলা প্রশাসন লৌহজং, মুন্সীগঞ্জ এর ফেইজবুক

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন