প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ ইং ।। ২৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : গতকাল সোমবার সকাল ৭ টার দিকে ঢাকার ওয়ারী রেংকিং স্ট্রিটএ ফরচুন গার্ডেন এর ১০ তলার ওহাব দেওয়ান (৬২)করোনায় মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহের খবর পেয়ে বাসায় ওয়ারী থানার পুলিশ আসে। পুলিশ আত্মীয়স্বজনকে বাসায় ঢুকতে দেননি বলে জানান মৃতের ভাই আবদুল মান্নান দেওয়ান। ওহাব দেওয়ান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা, সেজন্য মরদেহের নমুনা সংগ্রহ করে নিয়ে যান আইইডিসিআর। পরে রাত ৯টার দিকে জানানো হয়, ওহাব দেওয়ান করোনাভাইরাসে মারা গেছেন। ওয়ারী থানার পুলিশ তাদের তত্ত্বাবধানে জানাজা এবং দাফন করেন । ৩ ছেলে জানাজায় অংশ নিতে পেরেছিলেন এবং ১ ছেলেকে সাথে নিয়ে ঢাকার খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে ওহাব দেওয়ান এর লাশ দাফন করা হয়।
ওহাব দেওয়ান লৌহজং উপজেলার কনকসার গ্রামের মৃত মঙ্গল দেওয়ানের ছেলে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ওহাব দেওয়ান ২য় বিয়ে করেন এ ঘরে ৩ সন্তান, থাকতেন ঢাকার ওয়ারীতেই মাঝে মাঝে বাড়িতে যাইতেন। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।
এদিকে করোনায় ওহাব দেওয়ানের মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ,তিন দিন আগে ওহাবের দেওয়ানের কাছ থেকে ত্রাণসামগ্রী পাওয়া দুস্থরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা-এমন প্রশ্ন এলাকাবাসীর মুখেমুখে।ঢাকায় ফিরে গিয়ে হঠাৎ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। করোনার উপসর্গ দেখা দিলেও তিনি একে খুব একটা পাত্তা দেননি, যাননি হাসপাতালে।
ওহাব দেওয়ানের বাড়ির কাছে কদিন আগে বেদে সম্প্রদায়ের এক লোকের হঠাৎ মৃত্যু নিয়ে নানা গুঞ্জন!
ওহাব দেওয়ানের কাছ থেকে ত্রাণসামগ্রী দেওয়ার মাত্র ৪/৫ দিন আগে একই পাড়ার বলা যায় ওহাব দেওয়ানদের কাছেই বেদে সম্প্রদায়ের ৫০ বৎসরের এক লোক হঠাৎ করে মারা যায়। মৃত্যু ব্যাক্তির স্বজনরা বলেছে, হার্ট অ্যাটাক হয়েছিল। তবে মৃতদেহ তড়িঘড়ি করে দাফন করা হয়েছে এবং মৃতের জামাকাপড় নদীর পাড়ে ফেলে দেওয়া হয়েছে -যা রীতিমতো সন্দেহজনক ! রাস্তার এপাড় ওপাড় দূ’জনের বাড়ি হওয়াতে অনেকের সন্দেহ! ঘটনার সুত্রপাত এখান থেকে কিনা? এমন প্রশ্ন অনেকের কারন কেউ কেউ বলছেন বেদে সম্প্রদায়ের যে লোকটি মারা গিয়েছে সে নাকি কিছুদিন আগে ভারত থেকে ঘুরে এসেছেন।বেদে সম্প্রদায়ের ঐ লোকের মৃত্যু নিয়ে এলাকায় গুঞ্জন চলতেছিলো ঠিক তখনই আব্দুল মান্নান দেওয়ানের ছোট ভাই ওহাব দেওয়ানের মৃত্যুর সংবাদে পর পর দুটি বিষয় নিয়ে স্হানীয় লোকজনের মাঝে চলমান নানা গুঞ্জন আরোও ঘনীভূত হচ্ছে।