প্রকাশিত: মঙ্গলবার,২১ মে ২০১৯ ৭ই জ্যৈস্ঠ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: মিজানুর রহমান ঝিলু,লৌহজং: লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সোমবার উপজেলা প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ ও সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওসমান গনী তালুকদার, ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার। এছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধাগণ,উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। ইফতারের আগে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মো. আবদুল গাফফার কাশেমী।