প্রকাশিত : শনিবার,২০ জুন ২০২০ ইং ।। ৬ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : লৌহজং উপজেলার বড় নওপাড়া (ঘৌড়দৌর) গ্রামের মোঃ শাহীন শেখ (৪৮) করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি অবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তাহার পিতার নাম মরহুম আবুল হাসেম এবং বড় ভাই কাউছার মেম্বার।
গতকাল হঠাত শারীরিক কিছু সমস্যা দেখা দিলে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর করোনাযোদ্ধা কাজি বাবুলের কাছে পরামর্শ চান, কাজি বাবুল দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হতে বলেন এবং সেই কথা অনুযায়ী সাথে সাথে পায়ে হেটে করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন। রাতে অক্সিজেনের সমস্যা দেখা দেয় অক্সিজেনের ব্যবস্হাও করা হয়। সকালে ঢাকায় চাচাতো ভাই অহিদুল ইসলামের কাছে অসুশসাতার অসুস্থতার কথা জানান এবং তাহার সাথে পরামর্শ করেন। অহিদুল ইসলাম বলেন “আমার সাথে কথা হওয়ার এক ঘন্টার মধ্যেই ওর মৃত্যু সংবাদ শুনলাম আমি ভাবতে পারছি না! শাহীন এর সাথে কথা বলে মনে হয় নাই শরীর এতটা খারাপ আমার সাথে কথা হয় সকাল ৮টার দিকে সে মৃত্যুবরন করে সকাল ১০টার পরে।”
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন ধারনা করে লৌহজং উপজেলা যুবলীগের সহসভাপতি করোনা যুদ্ধা মুর্তুজা খানকে মোঃ শাহীন শেখ এর দাফন কাফনের সাহায্য সহযোগিতা চাওয়া হয়। খবর পেয়ে মুর্তুজা খান হাজির হন তার সথীদের নিয়ে ছুটে আসেন করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন তাই করোনাভাইরাসের বিধি অনুযায়ী দাফন কাফনের কাজ সম্পুর্ন করেন। বেলা তিনটার পরে মালিরঅংক কবরস্থানে দাফন করেন উপজেলা যুবলীগের সহসভাপতি করোনা যুদ্ধা মুর্তুজা খান এর দল।
মোঃ শাহীন শেখ খুব হাসিখুশি মানুষ ছিলেন। অনেক দিন কুরিয়া প্রবাসি ছিলেন।ভমৃত্যুকালে তিনি ভাই বোন, স্ত্রী, ৩ মেয়ে ১ ছেলে রেখে গেছেন, সন্তানেরা খুবই ছোট ছোট ।
নিউজটি শেয়ার করুন .. ..