প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ইংরেজি, ১৯ বৈশাখ ১৪৩০ বাংলা (গ্রীষ্ম কাল), ২২ শাওয়াল ১৪৪৫ হিজরি
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ২য় ধাপে আজ বৃহস্পতিবার (২ মে ) প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতীক পেলেন যারা। প্রতীক বরাদ্দের পর পরই জমে উঠেছে এ নির্বাচনী মাঠ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জনসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন। এতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার (কাপ-পিরিচ), নান্নু গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক বিএম শোয়েব (সিআইপি) (দোয়াত-কলম), ও বেজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য লাকি মল্লিক (আনারস)৷
ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন (চশমা), জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ খান সেন্টু (তালা), এবং উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য মো. জামাল হোসেন (টিউবওয়েল),৷
মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম (হাঁস), মাকসুদা খানম (পদ্মফুল) তানিয়া আফরোজ শ্যামলী (কলস), এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শামীমা খানম আভা( ফুটবল), মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২১ মে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন এছাড়া বিক্রমপুর খবর-এ প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন – bikrampurkhobor@gmail.com এই ঠিকানায়।