প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯মে ২০১৯। ২৬বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু : শিখলে সাঁতার শিশুকালে, থাকবে না ভয় অথৈজলে-স্লোগানকে সামনে রেখে লৌহজংয়ে শুরু হয়েছে ৪ থেকে ১৭ বছর বয়সী শিশুদের সাঁতার প্রশিক্ষণ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ” পানিতে ডুবে যাওয়া প্রতিরোধকল্পে শিশুদের সাঁতার প্রশিক্ষণ ” কর্মসূচির আওতায় পিইএইচডি ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলার ১৪ হাজার শিশুকে সাঁতার কাটা শেখানো হবে। বেসরকারি সংস্থা পিইএইচডির কো-অর্ডিনেটর মো. মামুন জানান, শিশুদের সাঁতার শেখানোর জন্য ইতিমধ্যে উপজেলার বিভিন্ন কলেজ ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্য থেকে ট্রেনার বাছাই করে সার্ভে করা হয়েছে। এরাই এখন সাঁতার না জানা শিশুদের সাঁতার কাটা শেখাচ্ছে। তিন সপ্তাহ ট্রেনার বাছাই ও শিশুদের সার্ভে করার পর আজ বৃহস্পতিবার থেকে পদ্মার শাখানদী ও উপজেলার বিভিন্ন পুকুরে শিশুদের সাঁতার শেখানো হচ্ছে। প্রতিটি শিশুকে একনাগাড়ে এক সপ্তাহে ট্রেনিং দিয়ে সাঁতার শেখানো হবে। উপজেলার কনকসার ইউনিয়নের সিংহেরহাটি পদ্মার শাখানদীতে সরেজমিনে গিয়ে বিভিন্ন বয়সী শিশুদের লাইফ জ্যাকেট গায়ে চাপিয়ে সাঁতার শিখতে দেখা গেছে। সুফিয়া, সাদিয়া, রাকিব, সাকিব, মোরসালিন, জাহাঙ্গীর ও আখি নামের নানা বয়সী প্রশিক্ষণার্থী কয়েকজন শিশু সাঁতার প্রশিক্ষণ নিতে পেরে ভীষণ খুশি। উল্লেখ্য, ইউনিসেফ’র তথ্যমতে বিশ্বে পানিতে ডুবে শিশু মৃত্যুর সর্বোচ্চ হার বাংলাদেশে। যার মধ্যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই হার সবচেয়ে বেশি। নদীমাতৃক ও জলাভূমি সমৃদ্ধ গ্রামাঞ্চলে সর্বত্র ছড়িয়ে রয়েছে অসংখ্য ডোবা, নালা, পুকুর, নদী, খাল ও বিল। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি বন্যায় গ্রামাঞ্চল প্লাবিত হওয়ায় এসব জনপদের সাঁতার না জানা শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। বাংলাদেশে প্রতি বছর গড়ে ১৮ হাজার শিশুর অপমৃত্যু হয়।