বুধবার বেলা ১২টার দিকে উপজেলা মিলনায়তনে প্রশাসন ও পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে ইউএনও ডা. মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা আঙ্গুরা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঙ্গুরা খাতুন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে ১৬০ জন শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও লৌহজং উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মর্তুজা আহসান, একাডেমিক সুপার ভাইজার সোহেল হায়দার খান প্রমুখ।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
নিউজ ট্যাগ: