লৌহজংয়ে লক ডাউন করা বাড়ীতে কনকসার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ

0
40
লৌহজংয়ে লক ডাউন করা বাড়ীতে কনকসার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ

প্রকাশিত : বৃহস্পতিবার,  ৯ এপ্রিল ২০২০ ইং ।। ২৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :অফিস ডেস্ক : মুন্সীগঞ্জের জেলার লৌহজং উপজেলার কনকসার গ্রামের কনকসার বাজার সংলগ্ন ১নং ওয়ার্ডের যে ৭টি বাড়ি লকডাউন করা হয়েছে সেই বাড়িগুলিতে আজ  বৃহস্পতিবার কনকসার  ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তালিকায় বাচ্চাদের খাবার থেকে  পরিবারের সকলের জন্য খাদ্য সামগ্রী দেওয়া হয়।

করোনায় আক্রান্ত হয়ে কনকসার ইউনিয়নে দুজনের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন মৃত ওহাব দেওয়ানের কনকসারের সাত প্রতিবেশীর বাড়ি এবং মৃত হারুন বেপারীর নাগেরহাটের তিন প্রতিবেশীর বাড়িকে যথাক্রমে চলতি মাসের ১৮ এবং ১৬ তারিখ পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছিলেন গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃতদের গ্রামের বাড়িতে সরেজমিনে গিয়ে এই ঘোষণা দেন। প্রতিবেশীদের নির্ধারিত সময়ের আগে বাড়ির বাইরে না যেতে সতর্ক করা হয় এবং লক ডাউন শেষ না হওয়া পর্যন্ত অবরুদ্ধদের খাদ্য সামগ্রীসহ যে কোনো সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মকর্তারা। সে কারনে আজ  ৯ এপ্রিল কনকসার  ইউনিয়ন পরিষদের উদ্যোগে কনকসার বাজার সংলগ্ন  মৃত ওহাব দেওয়ানের সাত প্রতিবেশীর বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ এমরান হোসেন তালুকদার,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল,কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,কনকসার ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ বিপ্লব মোড়ল, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শিমুল কুমার দে,প্রমুখ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন