প্রকাশিত : বৃহস্পতিবার,১৫ অক্টোবর ২০২০ইং ।। ৩০শে আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৮শে সফর,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১৪ জন জেলেকে আটক করেছে মাওয়া নৌপুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরা অবস্থায় এ জেলেদেরকে আটক করা হয়। এসময় ইলিশ ধরার ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ দুটো মাছ ধরার ট্রলার আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুজ্জামান বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় ১২জন জেলেকে ১ বছর করে জেল এবং বাকি দুইজনকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
আর এসব তথ্য নিশ্চিত করে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সিরাজুল কবির ও উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, ৪ সেপ্টেম্বর পর্যন্ত পদ্মায় ইলিশ ধরার নিষেধাজ্ঞা থাকার পরেও এ অসাধু জেলেরা মা ইলিশ ধরে দেশের সম্পদ নষ্ট করছিলো। বৃহস্পতিবার ভোরে পদ্মায় অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের নিকট হতে মাছ ধরার অবৈধ ১ লাখ মিটার কারেন্ট জাল ও ২টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অসাধু ১২ জেলেকে ১ বছর করে জেল প্রদান করেন। সে সাথে বাকি ২ জনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা আরও জানান, অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুঁড়ে বিনষ্ট করা হয়েছে। এবং ট্রলার দুটো তাদের জিম্বিতে রয়েছে।
আসামিরা হলেন- দবির মাদবর, মো. জামাল, নুর জামাল, সাগর চোকদার, মো. রহিম, ঝন্টু মৃধা, মো. মিজান, আনিস মাদবর, মো. দেলোয়ার ফকির, লিটন ওজা, মো. রিপন, মো. রুবেল, মো. ফরহাদ ও রাসেল হোসেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’