লৌহজংয়ে পদ্মায় গোসল করতে নেমে ২ বন্ধুর মৃত্যু

0
41
লৌহজংয়ে পদ্মায় গোসল করতে নেমে ২ বন্ধুর মৃত্যু

প্রকাশিত: বুধবার, ১৯ মে ২০২১ইং।।৫ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে গোসল করতে নেমে মাহিম বেপারী (২০) ও সিমান্ত (১৮) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ মে) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলার বাঘের বাড়ি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে লৌহজং উপজেলার দক্ষিণ মর্শদগাঁও গ্রামের সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী, টিপু খনকারের ছেলে সিমান্ত এবং সালাউদ্দিন মাদবরের ছেলে একান্ত মাদবর (২০)।

উল্লেখ্য সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী, টিপু খনকারের ছেলে সিমান্ত ও সালাউদ্দিন মাদবরের ছেলে একান্তসহ ৫/৬ বন্ধু মিলে এক সাথে গোসল করতে যায় উপজেলার বেজগাঁও ইউনিয়নের বাঘের বাড়ি এলাকায় পদ্মা নদীতে।

পদ্মার প্রবল স্রোতে তিন বন্ধু ভেসে যায়। সেসময় নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা একান্তকে উদ্ধার এর। তবে অন‌্য দুই বন্ধু মাহিম ও সিমান্তকে উদ্বার করতে পারেনি।

পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে উপজেলার বেজগাঁও মৃধা বাড়ি এলাকায় পদ্মা নদী থেকে মাহিম ও সিমান্তের লাশ উদ্ধার করা হয়।

প্রবল স্রোতের তোড়ে তিন জন ভেসে গেলে বাকি দুই বন্ধুর ডাকচিৎকারে আশপাশে থাকা লোকজন ছুটে এসে নদী থেকে একান্তসহ তিন জনকে উদ্বার করে লৌহজং সদর হাসপাতালে নিয়ে গেলে দুই বন্ধু মাহিম ও সিমান্তকে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।

উদ্ধার হওয়া একান্তকে আশঙ্কাজনক অবস্থায় লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে একসঙ্গে দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। তাদের বাবা মা ও আত্মীয়স্বজন বার বার মূর্ছা যাচ্ছেন। তাদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।

লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. আলমঙ্গীর হোসাইন পদ্মায় ডুবে দুই বন্ধুর মৃত্যু খবরটি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন