প্রকাশিত: বৃহস্পতিবার,১০ ফেব্রুয়ারি ২০২২ইং।। ২৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ৭ রজব,১৪৪৩ হিজরি।।
বিক্রমপুর খবর : মো. মানিক মিয়া,লৌহজং : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান হয়। নবনির্বাচিত ৮১ জন ইউপি সদস্য ও ২৭ জন সংরক্ষিত মহিলা সদস্যকে উপজেলার নির্বাহী অফিসার মোহম্মদ আব্দুল আউয়াল শপথ বাক্য পাঠ করান।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য শেখ ইদ্রিস আলী, আকলিমা খাতুন, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল তায়াবীর প্রমুখ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম শোয়েব, শেখ আনোয়ার, উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রিয়াজ আহম্মেদ, মো. মাসুদুর আলম, মো. আবদুস সালাম, বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মোড়ল, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু প্রমুখ।
উল্লেখ্য, গত রোববার জেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। গত বছরের ২৬ ডিসেম্বর লৌহজং উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।#
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’