লৌহজংয়ে ডিজিটালাইজেশন প্রশিক্ষণ কর্মশালা

0
19

প্রকাশিত:সোমবার,১৪ জানুয়ারি ২০১৯::বিক্রমপুর খবর::

গত ৭জানুয়ারী লৌহজংয়ে দুইদিনব্যাপী শিক্ষা ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন নেটিজেন আইটির স্থানীয় প্রতিনিধিরা।

ঢাকা দক্ষিণের জোনাল বিজনেস পার্টনার কাউছার আহমেদের সভাপতিত্বে ও জেলা বিজনেস পার্টনার মাহমুদ হাসান খোকনের সঞ্চালনায় ট্রেনিং পরিচালনা করেন ম্যানিজিং বিজনেস পার্টনার (এমবিপি)রবিউল সিদ্দিক রবিন।

ডাক-টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারের শিশু শিক্ষামূলক সফটওয়্যার ‘বিজয়’ ও শিক্ষা ব্যবস্থাপনা সফটওয়্যার ‘এডুম্যান’ নিয়ে সারা দেশে কাজ করে যাচ্ছে নেটিজেন আইটি লিমিটেড।

এডুম্যানের মাধ্যমে ঘরে বসেই তার সন্তানের যাবতীয় তথ্য যেমন দৈনিক হাজিরার রিপোর্ট, পরীক্ষার ফলাফল,স্টুডেন্ট ফি,এডমিট কার্ড,এসএমএস এর মাধ্যমে বিভিন্ন নোটিশ জানা যাবে।

এছাড়া শিক্ষক শিক্ষিকা মণ্ডলির ৭০% ক্লারিকাল কাজের চাপ কমে যাবে। এই সেবা নিশ্চিত করতে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার ২৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন