প্রকাশিত: রবিবার, ৩০ মে ২০২১ইং।। ১৬ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৫০ লাখ গলদা চিংড়ির রেণু জব্দের পর পদ্মায় অবমুক্ত করেছে মাওয়া নৌ-পুলিশ।
রোববার (৩০ মে) দুপুর ১২টার দিকে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট সংলগ্ন নদীতে চিংড়ির রেণুগুলো অবমুক্ত করা হয়।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, চিংড়ি রেণু পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিমুলিয়া ঘাটে অভিযান চালানো হয়। এ সময় খুলনামুখী একটি পিকআপ ভ্যান থেকে ৬৬ ড্রাম গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। রেণুগুলোর মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। অবৈধ রেণু পরিবহনের দায়ে তিনজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, অসাধু মাছ ব্যবসায়ীরা এ সব রেণু চট্টগ্রামের সাগর ও নদী থেকে আহরণ করে খুলনার ঘের মালিকদের কাছে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’