লৌহজংয়ে জব্দ করা ৫ কোটি টাকার ৫০ লাখ চিংড়ি রেণু ছাড়া হলো পদ্মা নদীতে

0
10
লৌহজংয়ে জব্দ করা ৫ কোটি টাকার ৫০ লাখ চিংড়ি রেণু ছাড়া হলো পদ্মা নদীতে

প্রকাশিত: রবিবার, ৩০ মে ২০২১ইং।। ১৬ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৫০ লাখ গলদা চিংড়ির রেণু জব্দের পর পদ্মায় অবমুক্ত করেছে মাওয়া নৌ-পুলিশ।

রোববার (৩০ মে) দুপুর ১২টার দিকে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট সংলগ্ন নদীতে চিংড়ির রেণুগুলো অবমুক্ত করা হয়।

 

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, চিংড়ি রেণু পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিমুলিয়া ঘাটে অভিযান চালানো হয়। এ সময় খুলনামুখী একটি পিকআপ ভ্যান থেকে ৬৬ ড্রাম গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। রেণুগুলোর মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। অবৈধ রেণু পরিবহনের দায়ে তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, অসাধু মাছ ব্যবসায়ীরা এ সব রেণু চট্টগ্রামের সাগর ও নদী থেকে আহরণ করে খুলনার ঘের মালিকদের কাছে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন