লৌহজংয়ে কৃষকের পাকা ধান কেটে দিল যুবলীগ

0
14
লৌহজংয়ে কৃষকের পাকা ধান কেটে দিল যুবলীগ

প্রকাশিত : সোমবার, ১ জুন ২০২০ ইং ।। ১৮ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।।

বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের লৌহজংয়ে রোববার সকালে অসহায় কৃষকের পাকা ধান কেটে দিলো উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। মহামারি করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট থাকায় উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়ায় অসহায় কৃষাণী তাহমিনা বেগম, কৃষক রমজান আলী ও ইউসুফের ১৩০ জমির পাকা ধান কেটে দিল উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মর্তুজা খানের নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা।

লৌহজং উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মর্তুজা খাঁন জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শ্রমিক ও আর্থিক সঙ্কটে পড়া ওই এলাকার কৃষাণী তাহমিনা বেগম, কৃষক রমজান আলী ও ইউসুফের জমির ধান হাটু পানিতে নেমে কেঁটে ঘরে তুলে দিয়ে আসছি। তিনি আরও জানান উপজেলা তাদের কাছে কোন কৃষকের ফোন আসছে। তার পরদিন ধান কেটে দিচ্ছেন। এই পর্যন্ত উপজেলায় তারা প্রায় ৪০০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে। ধান কাটায় অংশ গ্রহণ করেন, উপজেলা যুবলীগ নেতা দিদার হাসান মোল্লা, জুয়েল, সুমন, রাকিব খান, শাকিল ও ছাত্রলীগ নেতা বাসির, রাসেল হোসেন নিরব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন