প্রকাশিত:মঙ্গলবার, ১০ডিসেম্বর ২০১৯ ইং ।। ২৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার:আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ-স্লোগানকে সামনে রেখে লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মিলনাতয়নে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.মোজাম্মেল হকের সভাপতিত্বে ও কমিটির সদস্য সহিদুর রহমান শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো.জাহাঙ্গীর,সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল, দুই সদস্য সাংবাদিক মিজানুর রহমান ঝিলু ও সাংবাদিক মো.মানিক মিয়া। প্রধান অতিথি মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন,আজকের প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সোনার বাংলা গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি।সভাপতির বক্তব্যে মো.মোজাম্মেল হক বলেন,ছাত্রজীবনে সততার চর্চা করলে নিজেকে বড়ো করে তুলতে পারবে। নীতিকে আঁকড়ে ধরার বিকল্প নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো.জাহাঙ্গীর সততা সংঘ এবং সততা স্টোর নিয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল বলেন,জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ১৭তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাক) এর মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। ২০১৬ সালের ডিসেম্বর মাসে কমিশন সরকারিভাবে পালনের উদ্যোগ গ্রহণ করে এবং ২০১৭ সাল থেকেই এ দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা যারা আজকে সমবেত হয়েছি তারা যদি একটি বিষয় মাথায় রাখি তাহলে স্বচ্ছ,সুন্দর আগামীতে পাব একটি সুন্দর বাংলাদেশ-বঙ্গবন্ধুর সোনার বাংলা। আমারা যদি আমাদের বিবেককে জিজ্ঞেস করি কোন কাজটি সঠিক,আর কোন কাজটি সঠিক না,কোন কাজটি স্বচ্ছ,আর কোন কাজটি স্বচ্ছ না,তাহলে সহজেই কিন্তু বিবেক আমাদেরকে তা বলে দিবে। আমাদের সমাজে আগেরদিনে ঘুষ-দুর্নীতি যারা করতো তাদের ঘৃনা করতো, তাদের ছেলেমেয়েদের সাথে বিয়ে দিত না আত্মীয়তা করতো না। আসুন না আর কিছু না পারি দুর্নীতিকে অন্তত:পক্ষে ঘৃনা করতে শিখি এবং সেটা শুরু করি পরিবার থেকেই।
আমাদের সকলকে যার যার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে বলে নাছির উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রতিটি গৌরবময় অর্জনের সার্থক রূপকার আপনারা আমাদের ছাত্র সমাজ তথা তরুণ সমাজ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ-প্রতিটি আন্দোলন সংগ্রামে তারুণ্যের শৌর্যদীপ্ত ভূমিকা আমাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে তরুণরাই সর্বদা অগ্রগামী। দুর্নীতি মুক্তিযুদ্ধের স্বপ্ন ও চেতনাকে অবমাননা করেছে। ত্রিশ লক্ষ শহীদের রক্তের ঋণ শোধ করার মহান ব্রত হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা । ছাত্র সমাজ তথা তরুণ সমাজের দুর্নীতিবিরোধী অভিযানে সম্পৃক্ত হওয়া এখন সময়ের দাবি ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে থানা ভবন হয়ে উপজেলা ভূমি অফিস পর্যন্ত গিয়ে শেষ শেষ হয়।