প্রকাশিত: শনিবার,১২ ফেব্রুয়ারি ২০২২ইং।। ২৯ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ৯ রজব,১৪৪৩ হিজরি।।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : লৌহজং-বালিগাওঁ সড়কের পুর্ববুড়দিয়া পার হাউজের পশ্চিম পাশে রাস্তার পাশে খালের মধ্যে ভাসমান অবস্থায় এক ব্যাক্তির পচা-গলা লাশ উদ্বার করেছে লৌহজং থানা পুলিশ।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানাযায়, শনিবার দুপুরে বালিগাওঁ সড়কের পার হাউজের রাস্তার পশ্চিম পাশে দ:ুগন্ধ ছড়িয়ে পরলে এলাকা বাসি খোজতে থাকে খালের মধ্যে। এসময় দেখা যায় খালের কচুরি পানার মধ্যে এক অঞ্জাত ব্যাক্তির পচা-গলা লাশ ভাসছে।
এলাকাবাসি পুলিশকে খবর দিয়ে ঘটনা স্থলে পুলিশ যায়। এই বিষয়ে লৌহজং থানার ওসি মো. আব্দুল্লাহ আল তায়েবীর জানান, আমরা দুপুরে অঞ্জাত লাশের এমন একটি সংবাদ শুনতে পাই এরপর । ঘটনাস্থলে পুলিশ গিয়ে পচা-গলা লাশটি উদ্বার করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে লৌহজং থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশটির ডান হাতের কব্জি কাটা অবস্থায় দেখা যায়।
লাশটি ময়নাতদন্ত করতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’