লৌহজংয়ের নির্বাহী কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত

0
34
লৌহজংয়ের নির্বাহী কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত

 

প্রকাশিত : রোববার, ৩১মে ২০২০ ইং ।। ১৭ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খানের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার উপজেলা প্রশাসনের অফিসায় ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তার স্থলে এখন দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম. রাশেদুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঈদে শিমুলিয়া ঘাটে ডিউটিতে গিয়েছিলাম। এরপর থেকে কাশি হচ্ছিল। তাই সন্দেহ দূর করতে ২৯ তারিখে সোয়াব দিয়েছিলাম। আজ রবিবার রিপোর্টে পজেটিভ এসেছে। এখন বাংলোতেই হোম কোয়ারেন্টিনে আছি। আরো ১০ দিন পর দ্বিতীয় টেস্ট করালে বুঝতে পারবো করোনা জয় করতে পারলাম কীনা।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন সম্মুখযোদ্ধা হিসেবে করোনা প্রতিরোধে রাতদিন কাজ করেছেন। যখনই কোন করোনা রোগীর খবর পেয়েছেন সাথে সাথে সেখানে ছুটে গিয়েছেন। লক ডাউন করেছেন করোনা শনাক্তে বাড়ি। তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছেন। হাট-বাজার বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর এই সাহসী কাজের জন্য লৌহজংয়ে করোনা ততটা ছড়াতে পারেনি। তিনি ভয়ভীতি দূরে রেখে করোনা শনাক্ত রোগীদের পাশে ছিলেন। তিনি  সকলের কাছে দোয় চেয়েছেন।

উপজেলা প্রশাসন লৌহজং মুন্সীগঞ্জ  

এর ফেইজবুক পেইজ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন–

সম্মাণীত সু‌ধি, আসছালামু আলাইকুম।

বিশ্বব‌্যাপী মহামারী ক‌রোনা ভাইরাসের প্রাদুর্ভা‌বে আজ সমগ্র বি‌শ্বের ন‌্যায় বাংলা‌দে‌শেও এর প্রভাব দিন দিন বাড়‌ছে।

বাংলা‌দে‌শে ক‌রোনা ভাইরা‌স বিস্তা‌রের লগ্ন‌থে‌কে মাঠ প্রশাস‌নের সকল কর্মকর্তাবৃন্দ তা‌দের জীব‌নের মায়া ত‌্যাগক‌রে দেশ ও জাতীর জন‌্য দিন-রাত কাজ ক‌রে চ‌লে‌ছেন।

মহামারী ক‌রোনা ভাইরা‌স নি‌য়ে কাজ কর‌তে যে‌য়ে আজ লৌহজং উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত।

আপনারা সক‌লেই উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, লৌহজং ম‌হোদ‌য়ের জন‌্য মহান আল্লাহপা‌কের দরবা‌রে দোয়া কর‌বেন যেন তি‌নি প‌রিপূর্ণ সুস্থ‌্য হ‌য়ে পুনরায় লৌহজং উপ‌জেলার সকল মানু‌ষের জন‌্য কাজ কর‌তে পা‌রেন।

জরুরী প্রয়োজ‌নে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, লৌহজং এর অ‌ফি‌সিয়াল নম্ব‌রে অথবা সহকারী ক‌মিশনার (ভূ‌মি), লৌহজং এর অ‌ফি‌সিয়াল নম্ব‌রে যোগা‌যোগ করার জন‌্য অনু‌রোধ করা হ‌লো।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন